সম্প্রতিক খবর

কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভা

বিস্তারিত

কার্গিল সরকারি উচ্চ বিদ‍্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর কার্যনির্বাহী কমিটির ৮ম সভা গত ১৫ এপ্রিল, ২০২৫ রোজ মঙ্গলবার সন্ধ‍্যা ৭-০০টায় পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ মনিরুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ সুজাউদ্দৌলা (সুজন) এর সঞ্চালনায় মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার, বিশ্বরোড, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়।
    পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা আরম্ভ হয়। তেলাওয়াত করেন পরিষদের প্রচার সম্পাদক জনাব আবদুল হালিম নাসির।

সভার কার্যাবলী :
============
০১। বিগত সভার কার্যবিবরণী সাধারণ সম্পাদক কর্তৃক পাঠ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
০২। সভায় নিম্নলিখিত ব‍্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় :
   ক) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর সম্মানিত আজীবন সদস্য জনাব মোঃ আতা উল্লাহ (ব্যাচ-১৯৯৯) এর মমতাময়ী মাতা, মৃত্যু : ২৩/০১/২০২৫ ইং বৃহস্পতিবার।
   খ) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর সম্মানিত আজীবন সদস্য জনাব আমানত উল্ল্যাহ খাঁন (ব্যাচ - ১৯৯৬) এর মমতাময়ী মাতা, মৃত্যু : ৩০/০১/২০২৫ ইং বৃহস্পতিবার।
   গ) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর সম্মানিত আজীবন সদস্য জনাব নিলুফার ইয়াছমিন (ব্যাচ - ১৯৮৯) এর মমতাময়ী মাতা, মৃত্যু : ০৫.০৩.২৫ ইং বুধবার দিবাগত রাত ২.৩০টা।
   ঘ) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর সম্মানিত আজীবন সদস্য জনাব সাবেক কৃষি কর্মকর্তা জনাব আ.ফ.ম. ফোরকান উদ্দিন (ব্যাচ - ১৯৬৮), মৃত্যু : ০৫.০৩.২৫ ইং মঙ্গলবার।
  ঙ) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু তাহের এর শ্রদ্ধেয় শ্বশুর, 
মৃত্যু : ৩১.০৩.২৫ ইং সোমবার।
  চ) প্রাক্তন কার্গিলিয়ান শ্রী রনজিত কুমার বণিক (ব্যাচ - ১৯৮১) এর মমতাময়ী মাতা, মৃত্যু : ১১.০৪.২৫ ইং শুক্রবার।
  ছ) প্রাক্তন কার্গিলিয়ান জনাব মোঃ মোকতাদের মাওল (ব্যাচ - ১৯৮৯) এর মমতাময়ী মাতা, মৃত্যু : ১৩.০৪.২৫ ইং রবিবার ।

০৩। বার্ষিক বনভোজন - ২০২৫ ( সন্দ্বীপ পর্ব) গত ২৫/০১/২০২৫ ইং তারিখে আয়োজিত হয়েছে। উক্ত আয়োজনের সার্বিক বিষয়ে আলোকপাত করেন এবং হিসাব বিবরণী উপস্থাপন করেন বনভোজন আয়োজন কমিটির প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ সাইফুর রহমান লিংকন। সংক্ষিপ্ত আলোচনা শেষে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 
০৪। ইফতার ও দোয়া মাহফিল - ২০২৫ এর হিসাব বিবরণী যৌথভাবে উপস্থাপন করেন আয়োজন কমিটির আহবায়ক জনাব মোঃ রুহুল মুহিদ চৌধুরী পিন্টু ও সদস্য সচিব জনাব মোঃ আতিকুর রহমান। সভার অনুমোদনান্তে উক্ত হিসাব বিবরণী কার্যকরী কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। 
৫। গঠনতন্ত্রের ধারা ১৬-(খ) অনুযায়ী কার্গিল পরিষদের কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) মনোনীত করার জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। 
কমিটি নিম্নরূপ:
 ০১) জনাব ইঞ্জিনিয়ার মোঃশামসুল মাওলা মণি 
       - প্রধান নির্বাচন কমিশনার
০২) জনাব ডাঃ মোঃ দেলোয়ার হোসেন 
      - নির্বাচন কমিশনার
০৩) জনাব এডভোকেট এমএ বারী
      - নির্বাচন কমিশনার 
০৪) জনাব মোঃ আবু তাহের
      - নির্বাচন কমিশনার 
০৫) জনাব মোঃ মোশারফ হোসাইন 
     - নির্বাচন কমিশনার

 ৬। বিবিধ : 
   ক) বিভিন্ন প্রতিকুল পরিস্থিতির কারণে গত ২০২৩ সালের মেধা বৃত্তি ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা (যা ২০২৪ সালের প্রথমে বিলিযোগ্য ছিল) প্রদান করা সম্ভব হয়নি। ফলে এই মহতি কর্মটি অনিয়মিত হয়ে পরে, তাই এর ধারাবাহিকতা রক্ষার্থে নাম প্রকাশে অনিচ্ছুক একজন /একাধিক দাতা ২০২৪ সালের ন্যায় (কোনরূপ অনুষ্ঠান ছাড়া)২০২৩ সালের মেধাবৃত্তি ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের  সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করায় অল্প কিছুদিনের মধ্যে সুবিধাজনক সময়ে আবারও কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে  সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
    খ) কার্গিল ওয়েব সাইটের আপগ্রেডেশনের জন্য নতুনকরে বরাদ্দের অনুমোদন দেয়া হয়।
    গ) সভায় উপস্থাপিত হলে পরিষদের উদ্যোগে নিয়োগকৃত শিক্ষকের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি সভাপতি সাহেব ব্যক্ত করেন।
      ঘ) স্কুলের শিক্ষকদের সম্মানীর তহবিল শেষ হয়ে যাওয়ার প্রেক্ষিতে নতুন ডোনার ও ডোনেশন চেয়ে সাধারণ সম্পাদক কর্তৃক প্রস্তাবে সাড়া দিয়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব হাসান মাহমুদ রিয়াদ আরও এক বছরের সম্মানী প্রদানের জন্য আশ্বস্ত করেন।।
     পরিশেষে আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

                   ধন্যবাদান্তে  
প্রফেসর ডা. মোঃ মনিরুল আলম
                     সভাপতি
                        এবং 
         মোঃ সুজাউদ্দৌলা সুজন
               সাধারণ সম্পাদক 
কার্গিল সরকারি উচ্চ বিদ‍্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।